"সিডরো" একটি অলাভজনক আর্থ-সামাজিক সংস্থা

সোশ্যাল এডুকেশন ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ অর্গানিজশন "সিডরো" এ স্বাগতম। এটি একটি অলাভজনক, সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা, যা ২০০৮ সালে খাজা মাসুম বিল্লাহ কাওছারী বহুক্ষেত্রীয় উন্নয়নের একটি টেকসই কর্মপরিকল্পনা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে প্রতিষ্ঠা করেন। "সিডরো" গত ১৭ বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চলে সুবিধা বঞ্চিত গোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করে চলছে দক্ষতার সাথে। "সিডরো" প্রধানত সামাজিক শিক্ষা এবং সার্বজনীন শিক্ষার অধিকার ও বাস্তবতার নিরীক্ষের উপর দৃষ্টি নিবদ্ধ করে। বিশেষ করে পথ শিশু ও প্রতিবন্ধী শিশুদের জন্য। লিঙ্গ সমতা,নারীর ক্ষমতায়ন এবং ভিকটিম সহায়তা,মা ও শিশু স্বাস্থ্য, নিরাপদ পানি, সাস্থ্যসম্মত পায়খানা এবং পার্সোনাল হাইজিন নিয়ে কাজ করে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য।

সংস্থাটি সার্বিক গ্রাম উন্নয়নের অবিচ্ছেদ্দ্যে অংশ হিসাবে অবহেলিত জনগোষ্ঠির প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, পানি ও পয়নিস্কাশন, শিক্ষা, পরিবার পরিক্লপনা, সামজিক বনায়ন ও বৃক্ষ রোপন, দক্ষতা উন্নয়ন, নারী উন্নয়ন ও ক্ষমতায়ন, দুযোর্গ ব্যাবস্থাপনা, প্রচলত সাধারন আইন জেন্ডার ইস্যু শিশু ও গনশিক্ষা কর্মসুচির উপরে নিয়মিত মানব সম্পদ উন্নয়ন ও প্রশিক্ষন দেওয়া। সৃজনশীল প্রতিভার বিকাশ মানব জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি ও কুতিত্ব অর্জনের জন্য ব্যক্তির ভিতরে নতুন ধ্যান-ধারনা সৃষ্টিতে উৎসাহিত করা এবং দেশ ও জাতির স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর গবেষনা কার্যক্রম পরিচালনা করা।

মৌলিক মানবাধিকার বাস্তবায়ন, সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের শিক্ষা ও প্রশিক্ষন, প্রতিবন্ধী এতিম ও ব্রদ্ধদের প্রশিক্ষন ও পর্নবাসন। অপরাধী সংশোধন ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন, মাদক, যৌতুক, এইডস, বাল্য বিবাহ, বহুবিবাহ ও নারী নিযার্তনের বিরুদ্ধে জন সচেতনাতা সৃষ্টি করত: অধিপরার্মশ (Advocacy) কার্যক্রম পরিচালনা করা।

দারিদ্র বিমোচন ও ক্ষুধামুক্ত দেশ গড়ার লক্ষ্যে হত-দরিদ্রদের মাঝে নানামুখী বাস্তব পদক্ষেপ গ্রহণ করা। প্রাকুতিক দুযোগে অসহায় মানুষের পাশে দাড়ানো যেমন বন্যা, মহামারী ও প্রাকৃকিত দুযোগে ত্রাণ কার্যক্রম পরিচারনা কারা। জ্ঞান ও বুদ্ধির বিকাশের জন্য গবেষনামুলক পুস্তিকা, ম্যাগাজিন, সাময়িকী, মুখপাত্র ও জার্নাল প্রকাশ করার মাধ্যমে জনসচেতনা সৃস্টি করা। মোট কথা হচ্ছে মানব সম্পদ উন্নয়নই অত্র সংস্থার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন