হে দুরান্ত বন্হী শিখা, থমকে দাড়া ও, তোমাদের প্রতি তাকিয়ে আজ অসহয় নির্যাতিত নারী আর শিশুদের দল।তোমরা কি কখনো শুনেছ নিপীড়িত নারীদের গল্প? যে নারীর আর্ত চিত্কারে আকাশ বাতাস আজ মলিন,সমুদ্রের জল রাশি আজ বৃষ্টি হয়ে ঝরছে ! অ্যাসিড আজ ঝলসে দিল অরুফার নিস্পাপ অবয়ব, নারী নির্যাতন আর নারীর প্রতি অসহিসনু আচরণে ভারী আজ জনপদ।
![]() |
ওদের চোখে পরিবর্তনের স্বপ্ন, ওরা নির্যাতিত নারীদের আগামীর পথ দেখবে! |
বাংলাদেশে জীবন-জীবিকা, শিক্ষা এবং জীবন যাপনের চাহিদা পূরণে বহু মেয়েকে এখন ঘরের বাইরে বেরুতে হচ্ছে। কিন্তু রাস্তায়, পরিবহনে, উন্মুক্ত স্থানে, বাজারসহ বাইরে বিভিন্ন জায়গায় নারীরা প্রতিনিয়তই যৌন হয়রানির শিকারই হচ্ছেন না বরং সব রকমের নিরাপত্তা হীনতায় ভোগেন নারীরা। টিটকারি থেকে শুরু করে শারীরিক হামলা, সবরকমের ঘটনাই ঘটে রাস্তা ঘটে।
শ্রমজীবী নারী থেকে মধ্যবিত্ত নারী, কেউ একা চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না রাস্তা ঘটে। অনেক ক্ষেত্রেই এটা শারীরিক বিষয়ের চেয়ে মানসিকভাবে বেশি ভীতিকর হয়ে ওঠে। তবে শুধুমাত্র ঢাকায় নয়, সারাদেশেই নারীরা সমস্যায় ভোগেন। এটা অনেকটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে এর ফলে নারীদের অগ্রযাত্রা অনেকাংশে ব্যাহত হচ্ছে। তাই আমরা এই সামাজিক সমস্যা কে সমাধান করার জন্য SEDRO থেকে সমাজের তরুণদের কে এগিয়া আসার আহবান জনাব এবং নিজেদের মন-মানষিকতা পরিবর্তনেরও আহবান জনাব।
good
উত্তরমুছুন