বর্ষ বরণ ১৪২২
এবং বার্ষিক সাধারণ সভা উপলক্ষে “SEDRO” গত
১৪ এপ্রিল ২০১৫ তারিখে একটি রেলির করে.
রালির মূল প্রতিপাদ্য বিষয় ছিল “সামাজিক শিক্ষা
এবং সু সাস্থের প্রত্যয়". রালি
টি বাংলাদেশ টেলিভিশন ভবন এর সামনে হতে শুরু করে “নিউ মডেল স্কুল” পর্যন্ত যায়।রাল্লি শেষে সংস্থার সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়. অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন জনাব, মোহাম্মদ. মিজানুর রহমান,প্রধান অতিথির আলোচনায়
জনাব মিজান রহমান বলেন, “SEDRO” তার লক্ষে পৌছানোর জন্যে বেশি বেশি সামাজিক কাজ করে
এগিয়ে যেতে হবে,সামাজিক এবং বিবেকের বদ্ধতা থেকে সকল কে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব
করেন সংস্থার সভাপতি জনাব, মনিরুল ইসলাম এবং সংস্থার বার্ষিক কার্য বিবরণী ও পরবর্তী
কর্ম পরিকল্পনা সবার অবগতির জন্য তুলে ধরেন মাসুম বিল্লাহ কাওসারী,Executive Director, SEDRO। অনুষ্ঠান পরিচালনা করেন জনাব, মোহাম্মদ হুমায়ুন
কবির,Director, Administration and Finance, SEDRO।
With a vision of education and the social sector susasthera Celebration and the meeting proceeded.
উত্তরমুছুন
উত্তরমুছুনসামাজিক শিক্ষা এবং সুসাস্থের প্রত্যয় নিয়ে SEDRO বর্ষবরণ এবং সভা যাত্রা করে.
SEDRO এর সমাজিক শিক্ষা এবং সুসাস্থের প্রত্যয়ের সাথে আমরা থাকতে চাই.
উত্তরমুছুন