ভাই হারানো শোকে পাগল হওয়া তোফাজ্জল এর হত্যায় সোশ্যাল মিডিয়ায় মানুষের প্রতিক্রিয়া

মেরেই যখন ফেলবি তাইলে ভাত খাওয়ালি ক্যান? এভাবে নানা ধরণের দুঃখভরা মন্তব্য ভাসছে সামাজিক মাধ্যমে। যার কয়েকটি এখানে তুলে ধরা হলো হুবাহু।
Ariyan Al Misbah
একটা মানুষকে মেরে ফেললেন?
লজ্জা লাগেনা আপনাদের?ঢাবির কলঙ্ক আপনারা।
দোয়া করি এর থেকেও উত্তম প্রতিদান আল্লাহ আপনাদের দান করুন।

Emran Mohammad
কারন ঐ চোরটি নাকি তাদের মোবাইল চুরি করেছেন।
আমার মনেহয় ছাত্রদের সবচেয়ে প্রিয় বস্তুটি হচ্ছে মোবাইল, ট্যাব বা ল্যাপটপ। এগুলো কিনতে তাদের অনেক কষ্ট করতে হয়। টিউশনি করে, বড়লোক বন্ধু বা আত্মীয় থেকে টাকা ধার করে, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে ভুলিয়ে ভালিয়ে এটা কিনতে হয়। শুনেছি অনেক দেশে এগুলো কিনতে নাকি অন্যের বিছানায় পর্যন্ত যেতে রাজি থাকে। চায়নায় নাকি কিডনি বিক্রি করেও মোবাইল কিনে। সেটা যেভাবরই হোকনা কেনো এটা কেনার পিছনে সবারই একটা ইতিহাস, অনেক স্মৃতি এবং এর মধ্যে অগণিত ডকুমেন্টস থাকে। তাই হয়তো ছাত্ররা দলবেঁধে একত্রে হায়নার মতো ঝাপিয়ে পরেছে ঐ লোকটির উপর।
তবে এতো দীর্ঘ সময় ধরে এইসব মেধাবী শিক্ষার্থীদের পৈশাচিক উম্মাদনা রুখবার দায়িত্বে কি কেহই ছিলোনা?
Abu Nayim
ইংল্যাণ্ডে Oxford University প্রতিষ্ঠিত হয়েছিলো ১০৯৬ সালে, হত্যাকাণ্ডের সংখ্যা-??
প্রাচ্যের Oxford-!!! ঢাকা বিশ্ববিদ্যালয়!! প্রতিষ্ঠিত ১৯২১ সালে, হত্যাকাণ্ডের সংখ্যা -??? হায়রে আমাদের প্রাচ্যের Oxford -!!!!!
সাইয়েদুর রহমান
ছেলেটা পাথরঘাটার সন্তান, মেধাবী সন্তান তোফাজ্জেল! ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন। ঠিক ঐ সময় তার ভাগ্য তার সাথে নিষ্ঠুরতা করে।
স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হয়। তা কপালে সয় নাই ঐ মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়! বিধাতাও তার মা- বাবাকে এক মাসের মাথায় পৃথিবী থেকে তুলে নিয়ে যায়!
এই অবস্থায় আপনি আমিও পাগল হয়ে যেতাম ।
শোকে কষ্টে সে পাগল হয়ে যায়। বড় ভাই ছিলেন পুলিশের এসআই। তিনি তার শেষ অভিভাবক। তাকে চিকিৎসা করাচ্ছিল। মরণ এসে তাকেও তুলে নেয়।
কেবল পরে থাকে কপাল পোড়া পাগলাটা!!!!
হয়তো খাবারের খোজে আসছিলো,আর চোর বানাইলেন!
ওরে ভাত খাওয়াইয়া মারলো
Kamal Uddin Sadek
এমন মৃত্যুর তীব্র নিন্দা জানাই।
তোফাজ্জল আমার এলাকার নিরীহ ও সর্বকূল হারা মানুষ।
মোঃ তারেক রহমান
প্রেসক্লাবে দীর্ঘদিন ঘুড়তে দেখেছি আমরা।
শেষ কথা" আপনাদের হলের খাবার মান ভাল"
Sherina Afroj
তাই ওর ওপর এতটা অত্যাচার করলি?
ওতো মানুষ আছিলো
ওরে কেন নির্মম ভাবে মারলি?
Jahirul Islam
পৃথিবীর শ্রেষ্ঠ জীবের মধ্যে কিছু অধম আছে,হায়রে অমানুষ,,,,, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করো বিধায় নিজেকে অনেক বড় মনে করতেছ ,,,,,, যে বা যারা এ কাজ করেছ তারা কুকুরের চেয়েও অধম,,,
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন