খাগড়াছড়ির ঘটনার প্রতিবাদে রাঙ্গামাটিতে সহিংসতা, ১৪৪ ধারা জারি

পার্বত্য জেলা খাগড়াছড়িতে সহিংস ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের পর সহিংসতা ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে আরেক পার্বত্য জেলা শহর রাঙ্গামাটিতে। সেখানে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে কয়েক হাজার পাহাড়িদের একটি মিছিল শহরের জিমনেসিয়াম এলাকা থেকে বনরূপার উদ্দেশ্যে রওনা হয় প্রতিবাদের উদ্দেশ্যে। সেখানে মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে এমন অভিযোগ করে বাঙালিদের বেশকিছু দোকানপাট ভাঙচুর করে মিছিলকারীরা।

এ সময় তারা সড়কে চলাচলকারী বাসগুলো ভাঙচুর করে। এরপর বাঙালিরাও হাতে লাঠি সোটা নিয়ে মাঠে নামে। শহরের বনরূপা এলাকায় অনেক পাহাড়ি দোকান পুড়িয়ে দেয় বাঙালিরা। হ্যাপি সিটি মোড়ের দুই পাশে পাহাড়ি ও বাঙালিরা অবস্থান নেয় এ সময়।

পুলিশ জানায়, আজ সকালে রাঙামাটিতে অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও বিজিবির যৌথ টহল দল মাঠে রয়েছে।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বলেন, আমরা মাঠে রয়েছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছি।

রাঙামাটি জেনারেল হাসপাতালে সূত্রে জানা যায়, হাসপাতালে ইতিমধ্যে প্রায় ৫০ জন আহতকে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে অন্তত ৭জনের অবস্থা আশঙ্কাজনক।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে দুপুর দেড়টা থেকে রাঙামাটি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন