ভাই হারানো শোকে পাগল হওয়া তোফাজ্জল ঢাবি তে ছাত্র ভাইদের হাতে হত্যা

শাহবাগ থানা সূত্রে জানা যায়, তাদের কাছে জানতে চাওয়া হয় হত্যাকাণ্ডের নেতৃত্ব কে দিয়েছে, তোফাজ্জলকে প্রথমে কারা ধরে নিয়ে এসেছিল এবং হত্যাকাণ্ডে আরও কে কে জড়িত ছিল। এ ছাড়া হত্যাকাণ্ডের মোটিভ কী ছিল তাও জানতে চাওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চুরির অভিযোগে ভাই হারানোর শোকে পাগল হওয়া তোফাজ্জল হোসেন (৩৫) নামে এক যুবকের নির্মম মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ছয় শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করেছে শাহবাগ থানা পুলিশ। জানা গেছে নিহত তোফাজ্জল হোসেনের বাড়ী বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়।

গ্রেপ্তার হওয়া ছয় শিক্ষার্থী হলেন— পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী জালাল আহমেদ, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ সুমন, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী মুত্তাকীন সাকিন, ভূগোল ও পরিবেশ বিভাগের আল হোসেন সাজ্জাদ, গণিত বিভাগের আহসান উল্লাহ ও ওয়াজিবুল আলম।

শাহবাগ পুলিশ জানায়, তাদের কাছে জানতে চাওয়া হয়েছে কারা এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। কারা প্রথমে তোফাজ্জলকে ধরে নিয়ে এসেছিল, কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে পত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত । খুনের উদ্দেশ্য নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয় তাদেরকে।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ মো: খালিদ মনসুর বলেন, গ্রেপ্তার ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা জিজ্ঞাসাবাদে বিভিন্ন রকম তথ্য দিয়েছে এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো: সারোয়ার জাহান বলেন, দুপুরের পর তাদের আদালতে হাজির করা হবে। তবে আমরা রিমান্ড আবেদন করব নাকি গ্রেপ্তার আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেবেন এ বিষয়টি এখনও নিশ্চিত নয়। আমরা দুই ধরনের প্রস্তুতি নিয়েছি।
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন