০৪ আগস্ট (রোববার), ২০২৪০৪
আগস্ট ২০২৪ রবিবার সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন- ছাত্রদের আন্দোলন রাজনৈতিক আন্দোলনে চলে গেছে।আরও জানান, ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা এবং নরসিংদী ও নারায়ণগঞ্জে আজ থেকে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

অন্য দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমজনতার মহাসম্মিলন চলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী, শিক্ষক, শিল্পী, কবি-সাহিত্যিকসহ বিভিন্ন অঙ্গনের মানুষ জড়ো হন ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এক দফার দাবিতে। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, পোস্টারে বিভিন্ন প্রতিবাদী কথা লিখে আনেন তাঁরা। থেমে থেমে চলে বিক্ষুব্ধ জনতার বিপ্লবী স্লোগান।
তুমি কে আমি কে, রাজাকার রাজাকার,
কে বলেছে কে বলেছে স্বৈরাচার।
দফা এক-দাবী এক, স্বৈরাচারের পদত্যাগ।
ইত্যাদি শ্লোগানে ঢাকার রাস্তা মুখোরিত হতে থাকে ক্রমান্নয়ে। ঘুনিয়ে আসতে থাকে স্বৈরাচারের পতনের দিন ক্ষণ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অভিনয়শিল্পী,পরিচালক,নাট্যকারের পর এবার একাত্মতা ঘোষণা করে মাঠে নামলেন দেশের সংগীতশিল্পীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শনিবারের বিক্ষোভ কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অনেক গণমাধ্যম ও সংবাদ সংস্থা বিস্তারিত খবর প্রকাশ করেছে। এতে শিক্ষার্থীদের ঘোষিত সর্বাত্মক অসহযোগ আন্দোলন গুরুত্ব পেয়েছে ব্যাপক ভাবে আপামোর ছাত্র-জনতার মাঝে।

ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে স্বেচ্ছায় উপস্থিত হন লাখো মানুষ। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল নিয়ে তাঁরা উপস্থিত হন সেখানে।
দায়িত্ব পালনের ক্ষেত্রে অতি প্রয়োজনীয় হলে আইন প্রয়োগকারী সংস্থা বল প্রয়োগ করতে পারে, জানান হাইকোর্ট। প্রাণঘাতী গুলি ছোড়া বন্ধ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘কথিত আটক’ ছয় সমন্বয়কের মুক্তি নিয়ে করা রিটটি ৪ আগস্ট রোববার কয়েক দফা পর্যবেক্ষণসহ খারিজ করে আদেশ দিয়েছেন।
ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে জানান আইএসপিএবি সভাপতি। বলেন, ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করার জন্য এখনো কোনো নির্দেশনা আসেনি। ইতোমধ্যে তাই মোবাইল ইন্টারনেট বন্ধ হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে বলে জানিয়েছিল সংস্থাটি।
চলমান আন্দোলনে পুলিশের নির্বিচারে গুলি চালানো, নিরস্র ছাত্র জনতার উপর গুলি ও বল প্রয়োগ করে হত্যা। হেলিকাপ্টার থেকে সাউন্ডগ্রেনেড, গুলি বর্ষণ করে হত্যার প্রতিবাদে রাজধানীর রাওয়া ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। সেনাবাহিনীর সাবেক প্রধান ইকবাল করিম ভূঁইয়া সামরিক বাহিনীকে ছাউনিতে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান। ইকবাল করিম ভূঁইয়া বলেন, দেশের নীতিনির্ধারকেরা যদি বিবেক, বুদ্ধি ও হৃদয়হীন হয়ে না পড়তেন, তাহলে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড়, করুণ, মর্মান্তিক এই হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটতো না।
পরবর্তীতে সন্ধ্যা ৬টা অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয় সরকারের পক্ষ থেকে। তিন দিনের সাধারণ ছুটির পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয় সব আদালতের বিচারিক কার্যক্রম। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই নির্দেশনা বলবত থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
কাল থেকে টানা তিন দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার জানায়, আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয় সরকারি সকল অফিস-দফতর সমূহগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।
ঐ দিন সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনে প্রায় ১০০ জন নিহতের খবর পাওয়া গেছে দেশের বিভিন্ন অঞ্চলে। তাদের মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ জনসহ ১৪ জনই পুলিশ সদস্য।
আগস্ট ২০২৪ রবিবার সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন- ছাত্রদের আন্দোলন রাজনৈতিক আন্দোলনে চলে গেছে।আরও জানান, ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা এবং নরসিংদী ও নারায়ণগঞ্জে আজ থেকে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

অন্য দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমজনতার মহাসম্মিলন চলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী, শিক্ষক, শিল্পী, কবি-সাহিত্যিকসহ বিভিন্ন অঙ্গনের মানুষ জড়ো হন ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এক দফার দাবিতে। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, পোস্টারে বিভিন্ন প্রতিবাদী কথা লিখে আনেন তাঁরা। থেমে থেমে চলে বিক্ষুব্ধ জনতার বিপ্লবী স্লোগান।
তুমি কে আমি কে, রাজাকার রাজাকার,
কে বলেছে কে বলেছে স্বৈরাচার।
দফা এক-দাবী এক, স্বৈরাচারের পদত্যাগ।
ইত্যাদি শ্লোগানে ঢাকার রাস্তা মুখোরিত হতে থাকে ক্রমান্নয়ে। ঘুনিয়ে আসতে থাকে স্বৈরাচারের পতনের দিন ক্ষণ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অভিনয়শিল্পী,পরিচালক,নাট্যকারের পর এবার একাত্মতা ঘোষণা করে মাঠে নামলেন দেশের সংগীতশিল্পীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শনিবারের বিক্ষোভ কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অনেক গণমাধ্যম ও সংবাদ সংস্থা বিস্তারিত খবর প্রকাশ করেছে। এতে শিক্ষার্থীদের ঘোষিত সর্বাত্মক অসহযোগ আন্দোলন গুরুত্ব পেয়েছে ব্যাপক ভাবে আপামোর ছাত্র-জনতার মাঝে।

ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে স্বেচ্ছায় উপস্থিত হন লাখো মানুষ। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল নিয়ে তাঁরা উপস্থিত হন সেখানে।
দায়িত্ব পালনের ক্ষেত্রে অতি প্রয়োজনীয় হলে আইন প্রয়োগকারী সংস্থা বল প্রয়োগ করতে পারে, জানান হাইকোর্ট। প্রাণঘাতী গুলি ছোড়া বন্ধ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘কথিত আটক’ ছয় সমন্বয়কের মুক্তি নিয়ে করা রিটটি ৪ আগস্ট রোববার কয়েক দফা পর্যবেক্ষণসহ খারিজ করে আদেশ দিয়েছেন।
ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে জানান আইএসপিএবি সভাপতি। বলেন, ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করার জন্য এখনো কোনো নির্দেশনা আসেনি। ইতোমধ্যে তাই মোবাইল ইন্টারনেট বন্ধ হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে বলে জানিয়েছিল সংস্থাটি।
চলমান আন্দোলনে পুলিশের নির্বিচারে গুলি চালানো, নিরস্র ছাত্র জনতার উপর গুলি ও বল প্রয়োগ করে হত্যা। হেলিকাপ্টার থেকে সাউন্ডগ্রেনেড, গুলি বর্ষণ করে হত্যার প্রতিবাদে রাজধানীর রাওয়া ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। সেনাবাহিনীর সাবেক প্রধান ইকবাল করিম ভূঁইয়া সামরিক বাহিনীকে ছাউনিতে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান। ইকবাল করিম ভূঁইয়া বলেন, দেশের নীতিনির্ধারকেরা যদি বিবেক, বুদ্ধি ও হৃদয়হীন হয়ে না পড়তেন, তাহলে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড়, করুণ, মর্মান্তিক এই হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটতো না।
পরবর্তীতে সন্ধ্যা ৬টা অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয় সরকারের পক্ষ থেকে। তিন দিনের সাধারণ ছুটির পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয় সব আদালতের বিচারিক কার্যক্রম। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই নির্দেশনা বলবত থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
কাল থেকে টানা তিন দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার জানায়, আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয় সরকারি সকল অফিস-দফতর সমূহগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।
ঐ দিন সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনে প্রায় ১০০ জন নিহতের খবর পাওয়া গেছে দেশের বিভিন্ন অঞ্চলে। তাদের মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ জনসহ ১৪ জনই পুলিশ সদস্য।