নিউটাউন সোসাইটির মাহফিলে "ফেইথ পয়েন্ট হসপিটাল" ও "সিডরো"র জরুরী স্বাস্থ্য সেবা

স্টাফ রিপোর্টার:
রাজধানী ঢাকার "নিউ টাউন সোসাইটির" উদ্বেগে প্রথম বাৎসরি তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয় গত ২১ অক্টবর, ২০২৪। এ মাহফিলে জরুরী স্বাস্থ্য সেবার আয়োজন করে যৌথ ভাবে "ফেইথ পয়েন্ট হসপিটাল" এবং বেসরকারী সংস্থা "সিডরো" যা ছিলো গত ১৭ বছরের মধ্যে নজর কারার মত। 

নিউটাউন সোসাইটির উদ্বেগে প্রথম বার্ষিক "তাফসিরুল কোরআন মাহফিল ২০২৪" উপলক্ষ্যে "ফেইথ পয়েন্ট হসপিটাল" এবং বেসরকারী সংস্থা "সিডরো" যৌথ ভাবে মাহফিলে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের জরুরি স্বাস্থ্য সেবা প্রদান করে এলাকা বাসীর নজরে এসেছে।

ফেইথ পয়েন্ট হসপিটাল সূত্রে জানাগেছে- মাহফিলে যে সমস্ত মুসুল্লীগন দূর দূরান্ত থেকে তাফসীর শুনতে এসেছেন তাদের জরুরী স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে "সিডরো" র সার্বিক সহায়তায় ইমারজেঞ্চি পাবলিক হেলথ সার্ভিস ও জরুরী স্বাস্থ্য সেবা দানের লক্ষ্যে এ কার্যক্রমটি করা হয়। 
এ ছাড়াও মাহফিলে আসা যে সমস্ত বয়োবৃদ্ধ মুসল্লিগণ ডায়াবেটিক্স ও হাই ব্লাড প্রেশার এর রুগী তাদের জরুরি সেবার কথা মাথায় রেখেই এই কার্যক্রমটির তৎক্ষণিক উদ্বেগ গ্রহণ করা হয়।

হেলথ ক্যাম্পটি উদ্বোধন করে নিউটাউন সোসাইটির সদস্য সচিব জনাব মোঃ আবু জাফর বলেন- নিউ টাউন বাসীর স্বাস্থ্য সেবার কথা এবং তাফসীর মাহফিলে আগত মুসল্লিদের জরুরী স্বাস্থ্য সেবা দানের চিন্তা এবং উদ্যেগকে স্বাগত জানাই, ভবিষ্যতে এরকম নতুন নতুন সার্ভিস দিয়ে ফেইথ পয়েন্ট হসপিটাল এবং "সিডরো" সামাজিক ও মানবিক কাজে "নিউটাউন সোসাইটির" সাথে থাকবে বলে প্রত্যাশা করছি।

ফেইথ পয়েন্ট হসপিটালের চেয়ারম্যান, জনাব মহিউদ্দিন জামিল হেলথ ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করে মাহফিলে আসা সকল মুসুল্লিদেরকে অতি যত্ন সহকারে সার্ভিস প্রদান করতে ডাক্তার, নার্স ও হেলথ টেকনিশিয়ানদের হাসপাতালের পক্ষ থেকে সকল ধরণের পদক্ষেপ নিতে নির্দেশ প্রদান করেন।

নিউটাউন সোসাইটির প্রথম বাৎসরিক মাহফিল এবং হেলথ ক্যাম্পের মিডিয়া পাটনার হিসেবে ছিলেন "দৈনিক কালের কথা" পত্রিকাটি ২০১০ সাল থেকে শুরু করে গত ১৫ বছর ধরে সামাজিক দায়বদ্ধতা নিয়ে দেশ ও জাতির কল্যানে নীরবে কাজ করে যাচ্ছে। 
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন