স্টাফ রিপোর্টার:
নিউ টাউন সোসাইটির উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের সাথে এলাকার শান্তি- শৃঙ্খলা, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও বৈষম্যহীন নিউটাউন বিনির্মানের লক্ষ্যে সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার ১ নভেম্বর সোসাইটির কার্যালয়ে এ সভা মো:মোতাসিম বিল্লাহর সভাপতিত্বে ও সোসাইটির সদস্য সচিব মো:আবু জাফরের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোসাইটির যুগ্ম-আহ্বায়ক জসিম উদ্দিন সিকদার।
বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত থেকে বক্তব্য দান করেন দৈনিক কালের কথা পত্রিকার সম্পাদক ও সোসাইটির সদস্য খাজা মাসুম বিল্লাহ কাওছারী এবং সোসাইটির আহ্বায়ক কমিটির সদস্য মো:শরিফ উল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন একটি সুন্দর ও আদর্শ-বৈষম্যহীন সমাজ বিনির্মানের লক্ষে বৈষম্য বিরোধী ছাত্র সমাজকে সাথে নিয়ে নিউটাউন এলাকাকে একটি মডেল ও আদর্শ সমাজ গঠন করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি চীরতরে নির্মূল করতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের মধ্যে যথাক্রমে উপস্থিত ছিলেন -মাসরুর হাসান, খালেদ মাসুদ জিহাদ, বনি আমিন, মোঃ ইমরান খান, মোঃ হৃদয়, আহমেদ হোসাইন, তামিম খান ও আলী আহসান মোঃ মুজাহিদ সহ আরো অনেকেই।