সকল বন্ধুদের কাছে বিনয়ের সাথে ক্ষমা চাচ্ছি, আমরা কারো বাহবা বা প্রশংসা চাচ্ছি না, আমরা করো অনুভুতি কিংবা মূলে আঘাত বা কাউকে অসন্মান করছি না। আমরাও বাঙালি চেতনায় উজ্জীবিত, হাজার বছরের বাঙালি কালচার আমরাও হৃদয়ে ধারণ করি । আমরা শুধু বলতে চাই, আসুন আমরা কি পারিনা আমাদের পহেলা বৈশাখ এর বাহারি রং-বেরং এর পোশাক, পন্থা- ইলিশ ,বাহারি সাজ- সজ্জা একটু কম করে ওই সমস্ত শিশুদের কাছে যেয়ে তাদের মুখেও একটু বৈশাখের হাসি ফুটাতে।
ওদের মাঝে লুকিয়ে থাকা প্রতিভা গুলো খুঁজে বের করি। জানতে চাই ওদের ভালো লাগা ,মন্ধ লাগা, ওদের চোখেও হাজার স্বপ্ন বাসা বেধে আছে, ওদের দরকার একটু সহনুভুতি,ওদের দরকার একটু মাথায়ে হাত বুলান আর একটু পাশে দাড়িয়ে সাহায্যর হাত বাড়ানোর, আমরা কি করতে পারিনা ? প্রতেকে প্রতেকের একটা পহেলা বৈশাখ উদযাপনের টাকা দিয়া এক একটা সুবিধা বঞ্চিত ও পথ শিশুদের স্বপ্ন পুরন করতে।তাই সমাজের বিত্তবান ও বিবেগবানদের প্রতি Social Education Development & Research Organization (SEDRO) র পক্ষথেকে আমাদের এ আহবান ।
সবাই যখন পন্থা আর ইলিশ, বাহারি আর রং-বেরং এর সাজ নিয়া বাস্ত, ঠিক তখনি Social Education Development & Research Organization (SEDRO) কর্মীরা ছুটে যান সমাজের সুবিধা বঞ্চিত ও অবহেলিত শিশু দের কাছে, তাদের আনন্দ দিতে, যাদের খবর কেহ কোনো দিন রাখে না, ও দেরও যে মন আছে ওরাও যে আনন্দ চায়, ওরাও যে সমাজের আর আট-দশটা শিশুর মত জীবন কাটাতে চায়,এটা যে ওদের অধিকার, আমরা সমাজের বিত্তবানরা তা ভুলেই যাই।
SEDRO কর্মীরা পন্থা আর ইলিশ না খেয়ে ছুটে যান অবহেলিত ওই সমস্ত শিশু দের কাছে আনন্দ দেন তাদেরকে নাচ, গান কবিতার মাধ্যমে।তাদের জীবনের গল্প তাদের ভালো লাগা মন্ধ লাগা এবং তাদের স্বপ্ন জানতে চায় SEDRO কর্মীরা । পহেলা বৈশাখ এর সকালটা ছিল কর্মীদের জৈন্য পরম সুখের। পল্লবী, মিরপুর এ সকাল থেকে দুপুর পর্যন্ত তারা শিশু দের সাথে কাটান এর পর কর্মীদের একটি অংশ জাতীয় সংসদ ভবন এলাকাতে সন্ধা পর্যন্থ আরো অনেক পথ শিশু দের সাথে সময় কাটান এবং গান ও কবিতার মাধমে তাদের আনন্দ দেন।


SEDRO কর্মীরা পন্থা আর ইলিশ না খেয়ে ছুটে যান অবহেলিত ওই সমস্ত শিশু দের কাছে আনন্দ দেন তাদেরকে নাচ, গান কবিতার মাধ্যমে।তাদের জীবনের গল্প তাদের ভালো লাগা মন্ধ লাগা এবং তাদের স্বপ্ন জানতে চায় SEDRO কর্মীরা । পহেলা বৈশাখ এর সকালটা ছিল কর্মীদের জৈন্য পরম সুখের। পল্লবী, মিরপুর এ সকাল থেকে দুপুর পর্যন্ত তারা শিশু দের সাথে কাটান এর পর কর্মীদের একটি অংশ জাতীয় সংসদ ভবন এলাকাতে সন্ধা পর্যন্থ আরো অনেক পথ শিশু দের সাথে সময় কাটান এবং গান ও কবিতার মাধমে তাদের আনন্দ দেন।
সুবিধাবঞ্চিতদের পাশে দাড়ানোর জন্য সমাজের প্রতিষ্ঠিতদের আহবান জানাই।
উত্তরমুছুনWe should to do something for them, go ahead together.
উত্তরমুছুন