দক্ষিণ বঙ্গ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাদাছড়ি বিতরনের উদ্যোগ

"সাদাছড়ি ব্যবহার করি, নিশ্চিন্তে পথ চলি" এই শ্লোগান কে সামনে নিয়ে আগামী ১৫ই অক্টোবর "৫৬ তম বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৪" উদযাপন উপলক্ষে "দক্ষিণ বঙ্গ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা" প্রতি বছরের ন্যায় এ বছরও প্রায় ৫০ জন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে পথ চলার একমাত্র প্রতিক সাদাছড়ি বিতরনের নেওয়া হয়েছে।

সাদাছড়ি ব্যাতিত দৃষ্টি প্রতিবন্ধিরা কোনো ভাবেই চলাচল করতে পারে না। পথ চলতে তাদের একমাত্র পাথেয় হচ্ছে এই সাদাছড়ি যা সরকারি কিংবা বেসরকারী ভাবে দৃষ্টি প্রতিবন্ধীরা পেয়ে থাকে। সমাজের বিত্তবানদের কাছ থেকে এরকম একটি সাদাছড়ি পেলে তাদের আনন্দের সীমা থাকে না।

প্রতিটি সাদাছড়ির বর্তমান বাজার মূল্য প্রায় ২৫০ টাকা করে, যা একজন কর্ম অক্ষম দৃষ্টি প্রতিবন্ধীর জন্য ভিক্ষাবৃত্তি ব্যাতিত ক্রয় করা সম্ভব না।

সংস্থাটির সাধারণ সম্পাদক যিনি নিজেও একজন দৃষ্টি প্রতিবন্ধী মোঃ রাকিব হোসেন এর সাথে কথা বলে জানা যায় প্রতি বছরের ন্যায় এ বছর তারা তাদের সংস্থা থেকে ৫০ জন দৃষ্টি প্রতিবন্ধীদেরকে বিনা মুল্যে সাদাছড়ি দানের উদ্যোগ নিয়েছেন। এজন্য ৫০ টি সাদাছড়ি কিনতে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকার প্রয়োজন।

দেশ কিংবা দেশের বাহিরের কোন দানশীল ব্যক্তি অথবা সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান এই মহৎ কাজে এগিয়ে আসেন তাহলে অন্তত ৫০ সমাজের অবহেলিত দৃষ্টি প্রতিবন্ধী তাদের পথ চলার পাথেয় পাবে।
যোগাযোগ
মোঃ রাকিব হোসেন সাধারণ সম্পাদক দক্ষিণ বঙ্গ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা।.
ওয়েবসাইট: https://sbdws.org
ইমেইল: sbdwsociety@gmail.com
সার্বিক যোগাযোগ: ০১৭১৬৭৭০৫৮৯/০১৬০১৭০৩৪৪১
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন