আমার দেখা বৈষম্য বিরোধী আন্দোলন ২ আগস্ট ২০২৪: খাজা মাসুম বিল্লাহ কাওছারী

২ আগস্ট (শুক্রবার), ২০২৪ যথা নিয়মে জুমার নামাজের প্রস্তুতি নিয়ে চিন্তা করতেছি কোথায় জুমার নামাজ আদায় করবো। নিউ টাউন কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় করতে পারিনা তাও প্রায় ২ বছরের বেশী। সব খানে গণগ্রেফতার চলছে, সাধারণ নিরীহ মানুষ পুলিশি জুলুমের শিকার হচ্ছে প্রতি নিয়ত। আমরাও সাধারণ মানুষের বাইরে না।

ভাবলাম ডগাইর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করবো। বাসায় বলে দিয়েছি যেকোনো সময় আমিও গ্রেফতার হতে পারি, কোনো দুঃচিন্তা করব না। আর আমি গ্রেফতার হলে কোথাও যাবে না। ডগাইর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ না আদায় করে চিটাগং রোড জামে মসজিদে জুমার নামাজ আদায় করি।

সরকারি চাকরিতে বৈষম্য মূলক কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে গণগ্রেপ্তার ও নিপীড়নের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়গুলোসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শিক্ষক, শিক্ষার্থী, শিল্পী সমাজ, কবি-সিত্যিক ও কতিপয় বুদ্ধিজীবী মহল।

জাতীয় ও আন্তর্জাতিক মহল ব্যাপক উদ্বেগ প্রকাশ করে সরকারকে শান্তির পথে হাটতে আহ্বান জানায়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও ২১ দেশের কূটনীতিকদের সার্বিক পরিস্থিতি ব্রিফ করেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশে বলেন-"দমন-নিপীড়ন বন্ধ করে ক্ষমা চেয়ে অবিলম্বে পদত্যাগ করুন"

শিক্ষার্থীদের আটক ও হয়রানি করতে নিষেধ করা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নাগরিক সমাজের অনেকে তাঁদের নিজস্ব মতামত ব্যক্ত করেছেন। আমরা ব্যক্তিগত মতের প্রতি শ্রদ্ধা জানাই।’

ঢাকা বিশ্ববিদ্যালয় কীভাবে চলবে তা নিয়ে ৬ ইমেরিটাস অধ্যাপক ও সাবেক ৪ উপাচার্যের সঙ্গে বিশ্ববিদালয় কর্তৃপক্ষ জরুরি বৈঠক করেন।

রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠের সামনে প্রতিরোধী শিল্পীদের সমাবেশ। ব্যতিক্রমী প্রতিবাদ সমাবেশে শহীদদের নাম ধরে ডাক, সাড়া দিলেন জনতা। ‘গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পীসমাজ’-এর ব্যানারে ঐ দিন বেলা ১১টায় ধানমন্ডির আবাহনী মাঠের সামনে প্রতিরোধী শিল্পীদের সমাবেশের আয়োজন করা হয়।

কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষ, নিহতের ঘটনার মামলায় গ্রেপ্তার ৪১ জন এইচএসসি পরীক্ষার্থী ঢাকার আদালত থেকে জামিন পান। চট্টগ্রামে জামিন পান ১৬ এইচএসসি পরীক্ষার্থী।

বাংলাদেশে সহিংসতায় অন্তত ৩২ শিশুর মৃত্যু হয়েছে বলে রিপোর্ট প্রকাশ করে ইউনিসেফ।

সিলেটে আন্দোলনকারীদের মিছিলে পুলিশ গুলি, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। শুক্রবার বিকেল চারটার দিকে আখালিয়া এলাকায় সিলেটে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, আহত হন কয়েক শ।
গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯দফা দাবী আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি নিয়ত তোড়জোড় হতে থাকে। সরকার ও সরকারী বাহিনী হার্ড লাইনে যাওয়ার পদক্ষেপ নিয়ে রেখেছে আগে থেকেই। সর্ব মহলে গুঞ্জন ছিলো এ ধরণের- যে যত শত লাশ পড়ুক শেখ হাসিনা সরকার কোনো ভাবে ক্ষমতা ছাড়বেনা।

প্রতি বৃহস্পতিবার জাফর ঢাকায় আসে কিন্তু বাসার বাহিরে বাহিরে থাকতে হয় একাধিক মিথ্যা হয়রানি মূলক মামলার কারণে। ১ লা অগাস্ট জামাত- শিবিরকে নিষিদ্ধ করার পর জাফরকে দাউদকাঁদি থেকে ঢাকায় আসতে বারণ করলাম এবং জসিম ভাই ও আমি রাতে বাসায় অবস্থান না করে অন্য এলাকায় অবস্থান করার উদ্দেশ্যে দাউদকান্ধি রওয়ানা দেই জুমার নামাজ শেষে। মোবাইল ইন্টারনের সংযোগ বন্ধ করে দিয়েছিলো সরকার স্থায়ীভাবে।
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন