শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষার অবক্ষয়

বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় পত্রিকার উক্তি দিয়েই শুরু করি, দৈনিক প্রথম আলো গত ০৩ অক্টোবর ২০২২ এক প্রতিবেদনে বলছে – "যে সময় দেশ সাফজয়ী নারী ফুটবল দলের সফলতায় আনন্দের জোয়ারে ভাসছে, ঠিক সেই সময় ইডেন কলেজের শিক্ষার্থীদের ন্যক্কারজনক ঘটনা যেন জাতির জন্য স্বপ্নভঙ্গ। বিভিন্ন ভিডিও ফুটেজ, পত্রিকা ও সম্প্রচার মাধ্যমের খবর, ইডেন কলেজের ছাত্রীদের সাক্ষাৎকার এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক পোস্ট থেকে এটা স্পষ্ট যে ছাত্ররাজনীতির নামে সেখানে দীর্ঘদিন যাবৎ চলে আসছে এক অরাজকতা।" দৈনিক প্রথম আলোর উৎকণ্ঠার কথাগুলো এভাবে -"না জানি দেশের দূরদূরান্ত থেকে আসা কত শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন এই ধরনের নিপীড়নের কালো মশালে পুড়ে ভস্ম হয়ে গেছে! আহারে স্বপ্ন! আহারে উচ্চশিক্ষা!
শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষার অবক্ষয়
১৮ নভেম্বর ২০১৭ রোজ শনিবার, দেশের জনবহুল পত্রিকা বাংলাদেশ প্রতিদিনে সাবেক সংসদ সদস্য ও কলামিষ্ট গোলাম মাওলা রনি সাহেবের একটি লেখা পড়ে দেশের শিক্ষা ব্যাবস্থার যে চিত্র দেখতে পেলাম তাতে আমার রিদয়ে রক্ত ক্ষরণ ও চোখে অসুর ফোয়ারা হচ্ছে। দিনদিন আমাদের সমাজটা যেন নদী গর্ভে বিলীন হতে চলেছে, সামাজিক মূল্যবোধ ও বিবেক বোধ এখন কিতাবে সীমাবদ্ধ। এক সময় কিতাব থেকেও বিলুপ্ত হয়ে যাবে বলে কল্পনা করে গা কুঁকড়ে উঠছে। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে সমাজের চিত্র দেখে।

গত ১৭ জুলাই ২০২২ রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের হাতে শারীরিক হেনস্তার শিকার হন এক ছাত্রী। সম্প্রতি নড়াইলে শিক্ষক লাঞ্ছনা, রাজশাহীতে স্কুল শিক্ষার্থীকে নিয়ে শিক্ষক উধাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তরুণীকে যৌন হয়রানি, একই বিশ্ববিদ্যালয়ে গেস্টরুমে শিক্ষার্থী নির্যাতন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের নিয়ে ছাত্রনেতাদের রিসোর্টে সময় কাটানো, ইসলামী বিশ্ববিদ্যালয়ে লালনশাহ হলে একটি ছাত্রসংগঠনের দুই গ্রুপের নেতাকর্মীদের মারামারিসহ অসংখ্য খবর আমরা দেশের জাতীয় গণমাধ্যম গুলোতে দেখেছি। কয়েক বছর আগে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ কে পৈচাশিক ভাবে হত্যাকান্ডের ঘটনা সর্বমহলে ছিল আলোচনার কেন্দ্রবিন্ধু। বর্তমান সরকারের বলিষ্ঠ ও যুগান্তকারী পদক্ষেপে পৈচাশিক ঘটনার ন্যায় বিচার জাতি গভীর ভাবে অবলোকন করেছে এবং স্বস্তি পেয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন